বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ১ম শ্রেণির বিরামপুর পৌরসভায় বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তার সম্ভাব্যতা নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (৭ অক্টো:) বিশ্ব ব্যাংক প্রতিনিধিগণ প্রশাসন ও সুধিবৃন্দকে নিয়ে কর্মশালা করেছেন। পৌরসভা কনফারেন্স সেন্টারে মেয়র অধ্যক্ষ আক্কাছ আলীর সভাপতিত্বে পৌরসভায় টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। কনফারেন্স সেন্টারে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সুপার ভাইজার ইঞ্জিয়ার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, সিনিয়র আর্কিটেকচার ইঞ্জি: হেলাল উদ্দিন, রাশেদুল আলম, মামুনুর রশিদ, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, হুমায়ুন কবীর ও স্থানীয় সুধিবৃন্দ।