উত্তরকোণ ডেস্ক : আটষট্টি বছর পরে আবার এয়ার ইন্ডিয়া ফিরে পেল টাটা সনস। শুক্রবার কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার মহারাজ-এর দায়িত্ব তুলে দিল রতন টাটার হাতে। নিলামে সর্বোচ্চ দর দেয়ার পরই টাটারা ফিরে পেল তাদের পুরোনো সংস্থাকে। রতন টাটা জানিয়েছেন, তারা পুরনো কর্মীদের চাকরি অক্ষুণ্ণ রেখে নতুনভাবে এয়ার ইন্ডিয়াকে সাজাবেন। এয়ার ইন্ডিয়াকে আন্তর্জাতিক উড়ান সংস্থায় পরিণত করা হবে।