উত্তরকোণ ডেস্ক : দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।