জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নিরাপদ মুরগী পালন ও বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে এ কর্মশালার আয়োজন করেন জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) নামে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। জেআরডিএম এর সিনিয়র উপ পরিচালক শওকত আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান। জেআরপিএম এর সহকারী পরিচালক ওয়ালিউজ্জামানের সঞ্চালনায় এ সময় আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়ালিউল ইসলাম, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামারের সহকারী পরিচালক ডা: তরুণ কুমার দত্ত ও পিকেএসএফ এর প্রোগ্রাম অফিসার জাফর ইকবাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ এর সহযোগীতায় বিভিন্ন এলাকা থেকে আসা ৬০ জন উপকারভোগীর হাতে দেশী মুরগীর বাচ্চা, হাজলসহ জৈব্য নিরাপদ উপায়ে মুরগী পালনের সকল প্রকার উপকরণ তুলে দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিরা একটি পোল্ট্রি সার্ভিস সেন্টার এবং পোল্ট্রি বর্জ্য কম্পোস্টিং চেম্বার উদ্বোধন করেন।