সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের এক মতবিনিময় সভা বুধবার বিকেলে থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং এস আই মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হিন্দু বৌধ্য, খৃৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবুু অরুনাংশু কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ । এসময় উপজেলার ২২টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।