আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের আধুনিককরণ কাজ সহ অন্যান্য রিমডেলিং কাজ করার উদ্যোগ গ্রহন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সব কাজের অগ্রগতি ও পর্যবেক্ষণের জন্য বুধবার সান্তাহার জংশন স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ অপারেটিং সুপারিটেনডেন্ট মহিদুল ইসলাম, চীফ কমার্শিয়াল ম্যানেজার আহসান উল্লা ভূঁইয়া, চীফ সিগন্যাল এন্ড ট্র্যাফ মিজানুর রহমান, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শহিদুল ইসলাম, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, সান্তাহার স্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম প্রমুখ। পরিদর্শনকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের বিভিন্ন স্টেশনে আধুনিককরণের কাজ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় সান্তাহার জংশন স্টেশনেও কাজ হবে।