বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ পালিত হয়েছে। ” সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার ৬ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি পদযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ইন্সট্রাক্টর প্রেম কুমার দাস এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসার সেজার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সাংবাদিক হাসানুজ্জামান, ফজলে মওলা,ইউপি সচিব আব্দুস সালাম প্রমুখ।