পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর জাকস ফাউন্ডেশনের শালাইপুর শাখা মিলনায়তনে আজ বুধবার “প্রাণিসম্পদ লালন-পালনে ঝুঁকিহ্রাস” বিষয়ে খামারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় জাকস ফাউন্ডেশনের প্রাণিসম্পদ ইউনিটের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ এর প্রোগ্রাম ম্যানেজার কামরুল হাসান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডাঃ হাসান আলী। বক্তব্য রাখেন পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজার মোহাম্মুদুর রহমান, জাকস ফাউন্ডেশন, জয়পুরহাটের সিনিয়র সহকারি পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ ওবায়দুল ইসলাম, পাঁচবিবি অঞ্চলের এসআরএম সিদ্দিকুল বাশার, প্রাণিসম্পদ ইউনিটের ডাঃ জহুর আলী, ডাঃ ইমরান হোসেন, ডাঃ শামসুজ্জামান প্রমুখ।