মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চলতি রোপা আমন ধানের ক্ষেতে পোকার আক্রমনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কয়েক দফা বিষ প্রয়োগের পরেও পোকা দমন না হওয়ায় ধানের কাঙ্খিত ফলন নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকরা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন ধান ক্ষেতে বাদামী গাছ ফড়িং এর ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। মির্জাপুর গ্রামের কৃষক বেলাল হোসেন জানান ধান ক্ষেতে তিন চার বার কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন হচ্ছে না। খাজুর গ্রামের কৃষক লিয়াকত আলী জানান এক বিঘা জমিতে বিষ প্রয়োগে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে উপজেলায় এবার ২৮ হাজার ৮’শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য আলোর ফাঁদ ও বালাইনাশক প্রয়োগের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।