আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের প্রতিবন্ধী সাহার আলীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে হুইল চেয়ার,নগদ অর্থ ও প্রধানমন্ত্রী উপহারের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ওই প্রতিবন্ধীকে এসব প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন,উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু,ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু,বিআরডি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,নশরতরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক উজ্জল হোসেন,আওয়ামীলীগ নেতা শাহিন আলম প্রমূখ।