সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় দ্বিতীয় পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন সোমবার থেকে শুরু হয়েছে। ওইদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। প্রথমদিন মনোনয়ন ফরম উত্তোলন করেন সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক বাবু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদ সোনাতলা শাখার সভাপতি মানিক তালুকদার। উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেনের নিকট থেকে তারা মনোনয়ন ফরম উত্তোলন করেন। ৯ টি ওয়ার্ড থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ১৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬ জন সোমবার মনোনয়ন ফরম উত্তোলন করেন। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়া যাবে।