সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে দোকানের পাশ্বে প্রস্রাব করায় ৪র্থ শ্রেণীর ছাত্রের বুক ঝলসে দিলো পাষন্ড। উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র রোল-১১। রিফাদ ইসলাম আলিফ গত রবিবার বিকাল অনুমানিক ৫টার দিকে সুধন চন্দ্র মন্ডল এর চা এর দোকানের পাশের্^ প্র¯্রাব করলে সুধন চন্দ্র তাকে ডেকে নিয়ে তার বুকে কেতলি থেকে গরম পানি ঢেলে দেয়, এতে করে এতিম শিশু রিফাদ এর বুক ঝলসে যায়। পরে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এলাকার রঞ্জিত রবিদাস সে তার দোকানে কাজ করতো বৃষ্টির কারণে হঠাৎ করে প্র¯্রাব করতে গেলে সুধন তাকে গরম পানি দিয়ে তার বুক ঝলসে দেয়। রিফাদ এর বাবা মৃত্যু বরণ করায় তার বড় বোনের কাছে সে লালিত পালিত হতো, মাঝে মধ্যে এর ওর দোকানে কাজ করে সে তার জীবিকা নির্বাহ করত এবং পাশাপাশি মথুরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ আকতার দিপু জানান, পিতার মৃত্যুর কারণে তার মাও তাকে ছেড়ে যায়। এব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, সংবাদটি পেয়েছি এবং তারা মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।