ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ভূমি বিষয়ক আইন কানুন অবহিতকরণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর উদ্যোগে তিনদিন ব্যাপি উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে কোর্স সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ্। কর্মশালায় উপস্থিত ছিলেন, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল, নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদের শিপন, ধুনট থানার এসআই আব্দুস সালাম, এসআই আব্দুর রাজ্জাক, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক এম,এ রাশেদ, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।