মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ সমতলের উরাও সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রত্যয়ে চাঁনপুকুর মিশনে পালিত হলো জাতীয় উরাও দিবস। দিবসটি পালন উপলক্ষে গত ৩ অক্টোবর চাঁনপুকুর মিশন হলরুমে বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় উরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল ও কারিতাসের আশা প্রকল্পের আর্থিক সহযোগীতায় নওগাঁ জেলা উরাও স্টুডেন্ট এসোসিয়োশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাংসদ মো: শহিদুজ্জামান সরকার বাবলু। নওগাঁ জেলা উরাও স্টুডেন্ট এসোসিয়োশনের সভাপতি যতিন টপ্যর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উরাও স্টুডেন্ট এসোসিয়োশনের উপদেষ্টা বৈদ্যনাথ টপ্য। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৩২টি উরাও সাংস্কৃতিক দল অংশগ্রহন করে।