কোভিড পরবর্তী সহায়তায় অংশ হিসাবে রবিবার সকালে বগুড়ায় আই মিত্র অপটিশিয়ানদের মাঝে দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা ও চশমা বিতরণ করা হয়। টিএমএসএস কেন্দ্রীয় জোন অফিস মাটিডালীতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস (এইচইএম-১) পরিচালক মোহাম্মদ আলী মিঠু, সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব, প্রকল্পের বিজনেজ ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রাকিবুল ইসলাম, টিএমএসএস জোনাল ম্যানেজার (এ্যাডমিন) জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোন প্রধান শাহীন মাহমুদ। ইসিলর এর আর্থিক সহায়তায় টিএমএসএস এই প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ১৩ জন আই মিত্র অপটিশিয়ান উদ্যোক্তার প্রতিজনকে নগদ ছয় হাজার নয়শত একুশ টাকা এবং ১৬টি চশমা বাবদ তিন হাজার চল্লিশ টাকা প্রদান করা হয়।