বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্র- ছাত্রী অংশ গ্রহন করেন। প্রশ্ন পত্রের মাধ্যমে তাদের পরীক্ষা নিয়ে মেধা যাচাই করে ১ম,২য়,৩য় স্থান নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষি কর্মকর্তা হাসান আলী, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ এই প্রতিযোগিতা বাস্তবায়ন করেন। শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু এবং মহিলা ভাইস- চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা।#