নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৩০শে সেপ্টেম্বর বিকাল ৪টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশারাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা সমবায় অফিসার সাবিহা আফরুজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র, উপজেলা আনসার ভিডিপি অফিসার লাইজুল ইসলাম রানাসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর এ উপজেলায় সর্বমোট ৪৫টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।