বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) বগুড়া শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকাল এমআইএসপির আলোকে করোনাকালে জরুরী পরিস্থিতিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য এসআরএইচ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মিসেস সুরাইয়া বারী, সভাপতি এফপিএবি বগুড়া শাখা ও জাতীয় কাউন্সিলর এফপিএবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনে আরা হাসি, মহিলা কাউন্সিলর (সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড) এবং এ্যাডঃ মকবুল হোসেন মুকুল, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট। আরও উপস্থিত ছিলেন এফপিএবি বগুড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও রেজাউল বারী ঈসা আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, এফপিএবি বগুড়া। কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সমন্বয় সভায় এম আই এসপির আলোকে দেশের যে কোন জরুরী অবস্থায় কিভাবে সেবা প্রদানকারীরা দুর্গতদের কাছে গিয়ে দ্রুততার সাথে সেবা প্রদান করতে পারে সে বিষয়ে আলোচনা হয় এবং একই সাথে যে কোন দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে নারী ও কিশোরীদেরকে কিভাবে প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়। উক্ত সমন্বয় সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় প্রতিনিধি ও ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইসরাত জাহান, কো-অর্ডিনেটর প্রোগ্রাম, এফপিএবি বগুড়া এবং পরিচালনা করেন মোঃ শফিউল আজম, কো-অর্ডিনেটর প্রোগ্রাম, এফপিএবি বগুড়া।