ঢাকা : প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও তিনটি রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে : সৌদি আরবের মদিনা, কুয়েত এবং নেপালের কাঠমান্ডু।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, বিমান আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু করবে। পরদিন ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে প্রতি শনি ও বৃহস্পতিবার বিমানের বিজি-০৭১ ফ্লাইট ছেড়ে যাবে।একইদিনে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবে। ঢাকা থেকে প্রতি রবি ও বুধবার মদিনা এবং রবি ও মঙ্গলবার কুয়েতে যাবে বিমানের ফ্লাইট। ফিরে আসবে একইদিন।
বিমান জানায়, যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকিট কাটতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের সেলস সেন্টার ও কল সেন্টারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালে মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। কাছাকাছি সময়ে বন্ধ হয় কাঠমান্ডু ও মদিনা রুটের ফ্লাইট। পরবর্তীতে বিভিন্ন রুটে ফ্লাইট চালু হলেও এ তিনটি রুট বন্ধ ছিল।
বর্তমানে বিমানের আন্তর্জাতিক রুটের ব্যাংকক, কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরের ফ্লাইট স্থগিত রয়েছে।