সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘প্রয়াস সম্মাননা’ পেলেন কবি-বিজ্ঞানী-লালন গবেষক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ড.আজাদুর রহমান। বুধবার বিকেলে বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু মিলনায়তনে শিল্প-সাহিত্য-গবেষণা ও মূল্যবোধ চর্চায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি পরিবার ‘প্রয়াস’। ‘প্রয়াস’ সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উত্তরীয় পড়িয়ে দেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, সম্মাননা পত্র প্রদান করেন ‘প্রয়াস’ সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। সম্মাননা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত অতিথি ড.আজাদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, সংস্কৃতি পর্ষদের যুগ্ম আহ্বায়ক ছানাউল ইসলাম রিজু, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল, সাকি সোহাগ, সাজেদুর আবেদীন শান্ত, শাহনেওয়াজ শিহাব। অনুষ্ঠান সঞ্চালন করেন রবিউল ইসলাম শাকিল।