দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রেলঘুমটি এলাকায় তালোড়া পৌর আ’লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম নান্নুর সভাপতিত্বে ও আ’লীগ নেতা এম,কে,এইচ তরফদার খোকনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা তছলিম উদ্দীন, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ। এসময় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সফলতা, দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।