কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নিদ্ধারণে মতামত নেওয়ার জন্য বুধবার বিবিরপুকুরে নারহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনে নারহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ায় বর্ধিত সভায় সভাপতিত্ব ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ। বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রুহুল মোমিন তারিক, জেলা আওয়ামীলীগ নেতা তৌহিদুল করিম কল্লোল, এ, এন, আহছানুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমারসহ ইউনিয়ন নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান জানান, নারহট্ট ইউনিয়নের সকল ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের বেশীর নেতা রুহুল আমিন তালুকদার বেলালকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছেন। দলীয় নেতাকর্মীদের প্রস্তাব আমরা জেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদককে অবগত করবো।