বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। গণতন্ত্র কায়েম ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এই সরকারকে হঠাতে হবে। তাই যুবদল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদন্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোন স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার উদ্যোগে আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এর সভাপতিত্বে ও সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও যুগ্ন-আহ্বায়ক হারুনর রশিদ সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিঃ সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মরিরুজ্জামান মনি, সাকিল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান। এসময় উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, জাহেদ হোসেন, আবু সাইদ মন্ডল, মেহেদি হাসান বাপ্পি, সাদ্দাম হোসেন। আরোও উপস্থিত ছিলেন লিটন মন্ডল, আলআমিন রাসেল, মাহমুদুল হাসান আপেল, মিনাজুল ইসলাম, কামরুজ্জামান রনি, জামাল শেখ, মেফতা আল রশিদ মিল্টন, রোকন হোসেন, বাইতুল্লাহ শেখ, মনিরুল ইসলাম, রোকন, আমানুর রহমান রিপন, মিরাজুল ইসলাম পশারী, রাশেদুল ইসলাম ,আরিফুল ইসলাম, আবু জাহিদ সিদ্দিক, আনিসুল হক, মওদুদ সওদাগর, আব্দুর রহিম, দোলোয়ার হোসেন আকন্দ সহ ২১ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আন্দোলন সংগ্রামে নিহত ও আহত ১৪টি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন অতিথি বৃন্দ।