অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা
আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৯ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা
বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯
হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী।
একই সময়ে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৫ জন করে এবং রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন।
২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। মোট শনাক্ত
বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।