বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি ( এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভালো শিখন চিহ্নিতকরণ বিষয়ক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসন, সুইজারল্যান্ড এবং ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নওগাঁ জেলা উপ- পরিচালক ( ডিডিএলজি) উত্তম কুমার রায়। উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস- চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা সহ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রত্যেক ইউনিয়নের ১ জন ইউপিসদস্য, ১ জন সংরক্ষিত নারী সদস্য, সংশ্লিষ্ট ইউপি সচিব, উপজেলার বিভিন্ন দপ্তরের ৬ জন কর্মকর্তা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। ডাসকো ফাউন্ডেশনের ইসরাত জাহান, মোঃ সোহেল রানা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।#