নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই স্লোগানকে কেন্দ্র করে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হলরুমে সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, উপজেলা সমবায় অফিসার সাবিহা আফরুজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভূট্টাচার্য, ইউআরসি ইন্সষ্ট্রার সাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রউফ উজ্জল প্রমুখ।