কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আলোচনায় আরো অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, উপজেলা কৃষি অফিসার মোঃ ময়নুল হক সরকার, কাহালু সরকারি কলেজের প্রতিনিধি প্রভাষক মাকছুদুর রহমান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু বিভিন্ন মন্ডবের পূজা আয়োজকদের সাথে আলোচনা করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ পূজা আয়োজকদের মাঝে আর্থিক সহযোগীতা করেন। এছাড়াও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বগুড়া লাইট হাউসের উদ্যোগে উপজেলা চত্বরে বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন লাইট হাউসের প্রতিনিধি বৃন্দ।