বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : সুইস হেলভেটাস ইন্টারন্যাশনারের সহায়তায় ডেমক্রেসিওয়াচ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অধিনে বিরামপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর কৃষি ট্রেনিং সেন্টারে সোমবার (২৭ সেপ্টে:) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নারু গোপাল কু-ুর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক, উপজেলা জাসদের সভাপতি শাহ আলম বিশ্বাস, ডেমক্রেসিওয়াচ’র দিনাজপুর জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, বিরামপুর উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনন্দ কুন্ডু, ইউপি সদস্যা আরজু হান্না ও লাকী বেগম। এতে উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত ও অনির্বাচিত নারী প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।