ইউএসএইড এর অর্থায়নে সিমিটের নেতৃত্বে আই ডি ই বাংলাদেশ এবং জর্জিয়াটেক ইউনিভার্সিটির পার্টনারশীপে কৃষি যন্ত্র ও স্পেয়ার পার্টস তৈরির কারখানাগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে সিসা এম ই এ প্রকল্প বগুড়াতে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ২০ জন ফাউন্ড্রী কারখানা কর্মিকে ৭ দিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করে রেজা ইঞ্জিনিয়ার্স, বিসিক শিল্পনগরী বগুড়া । সোমবার প্রশিক্ষনের সমাপনি দিনে বিটাক বগুড়ার অতিরিক্ত পরিচালক মোঃ জিয়াউল হক প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটাক এর সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান , রেজা ইঞ্জিনিয়ার্স এর স্বত্বাধিকারী মো রেজাউল করিম রেজা, সিমিটের মেশিনারী ডেভ্লপমেন্ট অফিসার মোঃ আরিফুর রহমান, আই ডি ই বাংলাদেশ এর অফিসার (মার্কেট ডেভলপমেন্ট ) আলী হায়দার (রুমেল) এবং বাবলু মিয়া , মেসার্স ইউসুফ মেটাল এর স্বত্বাধিকারী জাহিদুর রহমান এবং সাফায়েত ইনিজনিয়ারিং এর স্বত্বাধিকারী ইউসুফ সওদাগর কাজল প্রমুখ।