ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেলের রোগমুক্তি কামনায় ধুনটে ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুনট হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক মহসীন আলম, দপ্তর সম্পাদক আফসার আলী, ধুনট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, রতন মাহমুদ, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন স¤্রাট, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রাসেল, ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারিক হাসান, চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক অঅহবায়ক স¤্রাট হাসান, নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শিপন আহমেদ, এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিন্না খান, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আসিফ সরকার, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, আসাদুল ইসলাম, বৈশাখ হাসান, পিয়াল হাসান, আবু হাসেম, শিমুল পারভেজ, রুবেল মাহমুদ, আব্দুস সাত্তার প্রমূখ।