টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা বগুড়ায় রবিবার শিশু বিভাগের আওতায় বিশেষ সেবা নবজাতক ইউনিট (স্ক্যানু)’র উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার, শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ও ইউনিট প্রধান প্রফেসর ডাঃ মোঃ আব্দুস শুকুর, সহকারী অধ্যাপক ডাঃ শামিয়া ছড়া, সহকারী অধ্যাপক ডাঃ এ.এস.এম সেলিম, আবাসিক চিকিৎসক (শিশু বিভাগ) ডাঃ রাবেয়া খাতুন, রেজিষ্টার (শিশু বিভাগ) ডাঃ মোঃ ওয়াহেদুজ্জামান, রেজিষ্টার (শিশু বিভাগ) ডাঃ শামিমা সুলতানা, সহকারী রেজিষ্টার (শিশু বিভাগ) ডাঃ মোঃ রেজাউল হাসান, সহকারী রেজিষ্টার (শিশু বিভাগ) ডাঃ নাজমিন আকতার, পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু সালেহ মোহাম্মদ বরকতুল্লাহ, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মজিদ, নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমূখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবজাতক ইউনিট পরিদর্শন করেন। উল্লেখ্য বিভিন্ন কারণে কিছু নবজাতক নিদির্ষ্ট সময়ের আগে অপরিপক্ক, কম ওজনে ভূমিষ্ঠ হয়, তখন তাদের মাতৃগর্ভের মত অনূকুল পরিবেশের প্রয়োজন পড়ে। এই স্ক্যানু ইউনিট হচ্ছে তাদের জন্য সেই সাপোর্ট। এছাড়াও কিছু কিছু নবজাতকের জন্ম গ্রহণের পর সংক্রমণ, জন্ডিস, জন্মকালীন শ্বাসরোধ (জন্মের পর দেরিতে কান্না), জন্মগত সমস্যা ইত্যাদি ত্রুটি দেখা দেয়। সেই সময় নবজাতকের জন্য স্ক্যানু সেবার প্রয়োজন হয়। স্ক্যানু এর সাফল্য মূলত নির্ভর করে আধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতির মাধ্যমে সার্বক্ষণিক সেবার উপর। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের স্ক্যানু ইউনিট সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ। খবর বিজ্ঞপ্তির।