পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় দুইদিন ব্যাপি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, মেডিকেল এসিসট্যান্ট ও স্বাস্থ্য পরিদর্শকদের করেনা বিষয়ে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্্র হলরুমে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার সহায়তায় প্রধান অতিথি হিসাবে ওই প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, আরএমও ডাঃ সালাউদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।