1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
গাবতলীতে দিনব্যাপী নানা কর্মসূচী মধ্যেদিয়ে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত - Uttarkon
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

গাবতলীতে দিনব্যাপী নানা কর্মসূচী মধ্যেদিয়ে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার প্রদশিত হয়েছে

বগুড়া: বগুড়া গাবতলীর বালিয়াদিঘী কোলাকোপা আজাদ মঞ্জিলের বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে রোববার দিনব্যাপী মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কবর জিয়ারত, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে মাস্ক এবং চাউল, নগদ অর্থ ও মিষ্টি বিতরন করা হয়েছে। গ্রীন কোলাকোপা এষ্টেট এর মহাপরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভা, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে মাস্ক এবং চাউল, নগদ অর্থ ও মিষ্টি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুম এর পরিবারের সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ডঃ প্রফেসার তাজমেরী ইসলাম, অধ্যাপিকা মাহমুদা হাকিম, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি, সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মতিয়ার রহমান, মতিন, রেজা, হাকিম, আলিম, শামীম, শুভ, রিফাত, জোবায়ের, রায়হান, সাহাদত প্রমূখ। এছাড়াও মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসা’য় পৃর্থক ভাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। বালিয়াদিঘী ইউনিয়নে মরহুম এর নিজের হাতে গড়া দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসা’য় দুপুর ১১টা সময় হলরুমে সিরাজুল হক তালুকদারের ৪০তম মৃত্যু বার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি ও গ্রীন কোলাকোপা এষ্টেট এর মহাপরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুপার মাওঃ মোসলেম উদ্দিন। দোয়া মোনাজাতে অংশ নেন ইউপি সদস্য ওসমান প্রাং, সহঃ সুপার বজলুর রশিদ, ম্যানেজিং কমিটি সদস্য জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, ইউসুফ আলী, শিক্ষক আহম্মাদ আলী প্রাং, মোকছেদ আলী, মাজেম উদ্দিন, কামাল উদ্দিন, কহিনুর খাতুন, আছমা খাতুন, তারজিনা আকতার’সহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী’সহ শিক্ষার্থীবৃন্দ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবার পরিজনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ইং সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ইং সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ইং সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৬ইং সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ইং সাল থেকে ২৫বৎসর যাবত বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রস সোসাইটি আজীবন সদস্য ছিলেন। মরহুম সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের লালু’র পিতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies