বগুড়ায় গতকাল শনিবার নবাববাড়ী টিএমএসএস অডিটোরিয়ামে উত্তরবঙ্গ বেকারী এন্ড কনফেকশনারী মালিক সমিতির সম্মেলন ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ও দ্বি-বার্ষিক নির্বাচন বগুড়া জেলা বেকারী এন্ড কনফেকশনারী মালিক সমিতির সভাপতি আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চেতনা হলো প্রত্যেক মানুষের কল্যাণ করা। আর্থ সামাজিক উন্নয়নে বেকারী শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্ববহ। করোনাকালীন সময়ে এ শিল্প ক্ষতিগ্রস্থ হলেও টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারের প্রণোদনা সুষম বন্টনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। দেশের বেকারত্ব লাঘবে এ শিল্প বিশেষ ভূমিকা রাখছে। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন উত্তরবঙ্গ পরিষদ সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সাংগঠনিক বিভাগীয় সভাপতি সেকেন্দার আলী, রংপুর-১ এর রিয়াজ শহীদ শোভন, রংপুর-২ এর মো. সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, রংপুরের সাধারণ সম্পাদক খায়রুল কবির লিটনসহ প্রমুখ। আলোচনায় বেকারী শিল্পের সমস্যা সম্ভাবনা দেশ উন্নয়নে সম্পৃক্ততা শিল্প সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের হয়রানি সহযোগিতাসহ বর্তমান সরকারের সু-দৃষ্টি সম্পর্কিত তথ্যাবলী বিশেষভাবে স্থান পায়। ‘বিশুদ্ধ খাদ্য পাওয়া ভোক্তার অধিকার উৎপাদন ও বিপনন করা আমাদের অঙ্গিকার’ এ শ্লোগানকে শতভাগ বাস্তাবায়নের লক্ষ্যে সকলের প্রতি আহবান জানানো হয়। আলোচনা শেষে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সবার সম্মতিক্রমে কন্ঠ ও গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ শহীদ শোভন, সহ-সভাপতি হাসান আলী আলাল, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সহ-সাধারণ সম্পাদক বায়জিদ, সাংগঠনিক সম্পাদক ফায়সুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নাজির শামীম, কোষাধ্যক্ষ হাসান ফারুক, প্রচার সম্পাদক নুরনবী ভূইয়া, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম, নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদিকা বেগম নাদিরা ইসলাম, কার্যনির্বাহী সদস্য জিয়াউর রহমান বাবলু, একেএম ফয়জুল কবির, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সৈয়দ আলী জাফর, আবু বক্বর সিদ্দিক, রেজাউল করিম, সাইদুর রহমান, আফসার আলী। নবনির্বাচিত কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।