বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব স্থানীয় সরকার বিভাগের নওগাঁ জেলা উপ- পরিচালক ( ডিডিএলজি) উত্তম কুমার রায়। গত বৃহস্পতিবার বিকেলে আধাইপুর ইউনিয়ন পরিষদে পৌঁছলে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ও ইউপি সদস্যগণ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারপর ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি ঘুরে দেখেন। ইউনিয়ন পরিষদ এবং ডিজিটাল সেন্টারের সেবা কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং তা পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করেন। এসময় ইউপি সচিব, উদ্যোক্তাদ্বয়, গ্রামপুলিশ গণ উপস্থিত ছিলেন।