আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ড কমিটি অনুমোদন সহ গঠনের লক্ষে শুক্রবার সকাল ১০টায় আদমদীঘি থানা বিএনপির নতুন কার্যালয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভায় আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম রতনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সাবেক উপজেলার বিএনপির সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চু, আহবায়ক কমিটির সদস্য আবু হাসান সহ সকল ইউনিয়নের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া সভা শেষে আদমদীঘি উপজেলা আহবায়ক কমিটির সদস্য মরহুম সিরাজুল ইসলাম তালুকদার ও সান্তাহার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস ও সান্তাহার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নারী সদস্যা মরহুমা রেবেকা সুলতানার মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।