ধুনট (বগুড়া) : বগুড়ার শেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানার নেতৃত্বে একটি দল বগুড়া জেলার শেরপুর থানাধীন বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শেরপুর থানাধীন ররোয়া পশ্চিমপাড়া এলাকার গোলাম মোস্তফা ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই এলাকার মৃত আব্দুল জলিল শেখের ছেলে দুলালুর রহমান দুলাল (৫২)।
র্যাব-১২ কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।