নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৫ই সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় এসআই মোঃ রেজাউল করিম. এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১বছরের সাজা প্রাপ্ত আসামীসহ পাঁচজনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হলো নন্দীগ্রাম উপজেলা ভাটরা ইউনিয়নের ভবানীপুর আমলা পুকুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। পরোয়ানা ভুক্ত আসামীরা হলো ১নং বুড়ইল ইউনিয়নের বরই চড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোঃ ইয়াকুব আলী (৪৫) মোঃ সাইফুল ইসলাম (৩৮) মোঃ এনছাস আলী (৫০) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হক (২৫) কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করে পুলিশ। সকল আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।