কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদিঘী গ্রামের অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কালাই থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪শ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২টি গুলি, তীর ধনুক, দেশীয় অস্ত্রসহ ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃত ডাকাত সদস্যরা হলেন-জয়পুরহাটের কালাই উপজেলার বানদিঘী গ্রামের সুফির উদ্দীনের ছেলে মাহবুব মন্ডল (৪২), কালাই পৌর শহরের থানা পাড়া মহল্লার আজিজুর রহমানের ছেলে মো.বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয় ভাঙ্গি গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
এই বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এলাকায় ডাকাতির পরিকল্পন করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে কালাই থানা পুলিশ উপজেলার বানদিঘী গ্রামের বাসিন্দা ১১ মামলার আসামী মাহবুব ডাকাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে থেকে ২রাউন্ড গুলি, ৪শ ৪০পিছ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম শুকনা গাঁজা, একটি বিদেশী মদের বোতল, একটি চোরাই মোটর সাইকেল, দুইটি স্লাইরেঞ্জ, একটি প্লাস, একটি স্ক্রু-ড্রাইভার, তেরটি লোহার ফলা, একটি হাতল যুক্ত হ্যামার এবং একটি বাঁশের লাঠি উদ্ধার করাসহ মো.বজলার রহমান বুলেট ও সাদ্দাম হোসেনকে হাতে নাতে আটক করা হয়েছে। আটকৃত ৩ ডাকাত সদস্যর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দিনের যে কোন সময় তাদেরকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।