গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বাদআছর (১৪সেপ্টেম্বর২১) বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, হাফিজার রহমান, পাশা তালুকদার, মতি তালুকদার, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম পটল, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী গেদা, মমিনুর ইসলাম মমিন, সদস্য শাহিন আলম, আসাদুল ইসলাম আশিক, সুমন রানা, রফিকুল ইসলাম নান্টু, আবু জাফর, আপেল মিয়া ও দুলাল মিয়া, ছাত্রদল নেতা মাসুদ, জিন্না, মহব্বত, মেহেদী, স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন’সহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ প্রমূখ।