বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, বদলগাছী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোকপাত হয়। সভায় অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম জানান বিগত এক মাসে ২৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স অবস্থান নিয়ে ঝটিকা অভিযান এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিষয়ে যার যার অবস্থান থেকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।