বগুড়া: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন বগুড়ার শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস-আনন্দ দেখা গেছে। প্রায় দেড় বছর পর আবারো মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো। রোববার সকাল ৭টার পর থেকেই নিজ নিজ স্কুল, কলেজ ও মাদরাসায় আসতে থাকে শিক্ষার্থীরা।
সকালে বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রিয় ক্যাম্পাসে স্কুল ড্রেস ও মুখে মাস্ক পরে প্রবেশ করেছেন। এ সময় শিক্ষার্থীরা মূল গেটের পাশে অস্থায়ীভাবে স্থাপিত বেসিনে সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে ক্লাশ রুমে প্রবেশ করে। প্রবেশের সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও যাদের মুখে মাস্ক নেই তাদেরকে স্কুলের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেয়া হয়। এছাড়া স্কুলের প্রধান গেটসহ বিভিন্ন স্থানে স্কুলের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দিক নির্দেশনা সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কাছের স্কুলগুলো নিজস্ব পরিবহন বন্ধ রাখলেও দূরের প্রতিষ্ঠানগুলো নিজস্ব গাড়ি চালু করেছে।