দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসনের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব) মকছেদ আলী প্রামানিক, ক্ষেত্র সহকারী নজরুল ইসলাম, মৎস্য চাষী মাহবুবুর রহমান সোহেল প্রমুখ। এদিন উপজেলার ২৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২’শ ৬০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।