বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে জীবাণু নাশক স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্য সম্মতভাবে পাঠদানের উপযোগী করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ বিরতির পর সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান শুরু হতে যাচ্ছে। সেই অালোকে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সার্বিক নির্দেশনায় এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদ্বয়ের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে। দু- একটি প্রতিষ্ঠানে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ না হলেও দু- একদিনের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন। এদিকে দীর্ঘ দিন পর ছাত্র- ছাত্রীরাও বিদ্যালয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা অধীর অাগ্রহে অপেক্ষায় রয়েছে কখন কাঙ্খিত বিদ্যালয়ে বা কলেজে বা মাদ্রাসায় পদার্পণ করবে।