কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাহালু উপজেলার জিন্নাপাড়া নাগর নদের পাড়ে জুয়ার আসর থেকে ৭ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলারগোবিন্দগঞ্জ উপজেলার ঝিগাইল গ্রামের মৃত জয়েন উদ্দিনের পুত্র মোঃ জলিল (৪৮), পালাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত মছির উদ্দিনের পুত্র শাহ আলম (৫৫), জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামের ইব্রাহীম মন্ডলের পুত্র রফিকুল ইসলাম (৩৫), মাত্রাই গ্রামের মৃত অজেমের পুত্র রফিকুল ইসলাম (৬২), বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাটপাড়ার মফিজ উদ্দিনের মাজেদুর রহমান (৫৫), কাহালু উপজেলার পগুইল গ্রামের মৃত অহির উদ্দিনের পুত্র নুরুল ইসলাম (৫৫) ও দেবগ্রাম মধ্যপাড়ার মৃত কাজেম আলীর পুত্র ফজলুর রহমান (৪৫)। পুলিশ জানান, তাদের কাছে তাস ও নগদ ৮৭০ টাকা পাওয়া গেছে।