পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় দিনব্যাপি ৫৬৬তম কাব স্কাউটস বিষয়ক ওয়ারিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনা ও উপজেলা কাব স্কাউটস এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস পোরশা উপজেলা সভাপতি ও ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী, স্কাউটস কমিশনার আব্দুছ সবুর ও সম্পাদক আবুল কালাম শাহ উপস্থিত ছিলেন। দিনব্যাপি ওই ওয়ারিয়েন্টেশনে কোর্স লিডার আফতাব উদ্দিনের নেতৃত্বে চারজন প্রশিক্ষক এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেন।