কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলা সমাজ সেবা অফিসার মাধ্যমে ২৯ জন জটিল রোগীকে সাড়ে ১৪ লাখ ও নিবন্ধনকৃত ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনে ২ লাখ ২০ হাজার টাকার সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ হাসান।