কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ উদযাপন অনুষ্টিত হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, কালাই সিডিপি এ উদযাপন করেন।
বুধবার কালাই সিডিপির অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে সাক্ষরতা দিবসের গুরুত্ব, উন্নত জাতি গঠন, দক্ষ জনশক্তি তৈরি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সিনিয়ার প্রোগ্রাম অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান। এ সময় জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির প্রোজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন; ইন্টার্ন (প্রোগ্রাম অ্যাফেয়ার্স) মনির হোসেনসহ সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি জিন্দারপুর ইউনিয়নে শিশু ও নারী উন্নয়ন এবং যুব উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই সাথে শিশুর অধিকার, নারী ক্ষমতায়ন, শিশু ও নারীদের চিকিৎসা সেবা প্রদানও আসছে।