সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলা উপজেলায় পৌর ভূমি অফিসে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) সাদিয়া আফরিন প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মেচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুলতান মাহমুদ,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, পৌর ভূমি অফিস সহায়ক আনোয়ার হোসেন, রবিনসহ অনেকে।