বগুড়া: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বর্তমান দেশে কোন গণতন্ত্র নেই। দেশ এখন গণতন্ত্রহীন কারণ বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোটের অধিকার হরন করে এ সরকার দিনের ভোট রাতে করে। অবৈধ এ সরকারের কোন ভিত্তি নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই তৃর্ণমুলে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করে। তৃণমুলে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। বিএনপির সম্মেলন দেখে বর্তমান সরকার করোনার কথা বলে প্রশাসন দিয়ে সম্মেলন বন্ধ করতে বলছে। বর্তমান অবৈধ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। এই অবৈধ সরকারকে বলতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করে লাভ নেই কারন দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি এদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন। তিনি তার কাজের মধ্য দিয়ে, এদেশে তিনি প্রাণ উৎসর্গ করার মধ্য দিয়ে এদেশের মানুষের কাছে তার স্মৃতি পুরোপুরি প্রথিত হয়ে আছেন। শহীদ জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। এই দেশের ধান ক্ষেতে পথে-প্রন্তরে শহীদ জিয়া আজকে চিরজাগ্রত হয়ে আছে। মঙ্গবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে শাহ্-বন্দেগী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি লালু আরো বলেন, বর্তমান সরকারের হাত থেকে মুক্ত করতে হবে বাংলাদেশ। আমাদেরকে সৃষ্টি করতে হবে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সেই বাংলাদেশ, আমাদের নেতা তারেক রহমান স্বপ্নের বাংলাদেশ, আমাদের সমগ্র মানুষগুলো ১৯৭১ সালের স্বাধীনতার যে চেতনা সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, নতুন নেতৃত্ব আগামীদিনের আন্দলোন বেগবান করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর একবার যুদ্ধ করতে হবে। আওয়ামীলীগ সরকারের ক্ষমতার এই বছরই শেষ বছর। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের মুক্তির আন্দোলনে আজকের এই নতুন নেতৃত্ব অগ্রনী ভুমিকা পালন করবে। আগামী যেকোন সরকার বিরোধী আন্দোলনে সকলে কাধে কাধ মিলিয়ে এক হয়ে রাজপথে নামতে হবে। শাহ্-বন্দেগী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী হেলাল এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন। আরো বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পিয়ার হোসেন পেয়ার, রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌরসভা সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর শহর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইছাহাক আলী, যুগ্ন আহবায়ক ফিরজ আহম্মেদ জুয়েল সহ শেরপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। দ্বি-বার্ষীক সম্মেলনে শাহবন্দেগী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সিনিয়র সহ- সভাপতি ডাক্তার মোঃ শাজাহান আলী, সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়। নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ এমপি।